আমরা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৯৯% ব্যবহারকারীই ফায়ারফক্স ব্যবহার করি । ফায়ারফক্সে আছে নানা বিধি সুবিধা । তার মধ্যে আছে পাসওর্য়াড সেইভ করে রাখার একটি ভাল সুবিধা, কিন্তু আপনি ভেবে দেখেছেন এই সুবিধাটাই আপনার জন্য কাল না হয়ে দাড়ায়ঁ ।
Master Possword এর সাথে তো সবারেই পরিচিতি আছে । আর এই নিয়ে বিভিন্ন ফোরাম,ব্লগ,সাইটে টিউর পোষ্ট হয়েছে তাই এর কথা আর বল্লাম না ।
- এখন সরাসরি কাজে চলে যাই নিচের ছবি দেখুন : Use a master password এ টিক নেই মানে আপনার সেইভ পাস গুলো সুরক্ষিত না যে কেও তা দেখতে পারবে :(
|
চিত্র ১ |
- এইবার দেখুন নিচের ছবিতে ( চিত্র ২ ) Use a master password এ ক্লিক করলেই পাসওর্য়াড দিতে বলবে , আপনি পাসওর্য়াড দিন এবং OK করুন ।
|
চিত্র ২ |
- এইবার দেখুন মাস্টার পাসওয়ার্ড যে হয়েছে তার জন্য বার আসবে । ( চিত্র ৩ )
|
চিত্র ৩ |
- এইবার যতবার সেইভ পাস গুলো দেখবেন ততবার পাস দিতে হবে । এবং অনেক সময় সাইটে লগইন করতে গেলেও এইটা চাইতে পারে । তাই চিন্তা না করে পাস দিবেন । ( চিত্র ৪ )
|
চিত্র ৪ |
- আশা করি সবারেই ভাল লাগবে ধন্যবাদ