গান্ধি পোকা |
গান্ধি পোকার ক্ষতির প্রকৃতি ও লক্ষন : এই পোকা কচি ধানের দুধ চুষে খায় । এবং আক্রান্ত ধান চিটা হয় । এর ফলে ধানের মান খারাপ হয় এবং ধান ভেঙ্গে যায় এবং ফলন কম হয় ।
প্রতিকার :
- আলো ফাদঁ ব্যবহার করে এ পোকা দমন করা যায় ।
- শুঙ্গ বিশিষ্ট ধানের চাষ করলে পোকার আক্রামন এড়িয়ে চলা যায় ।
- গোছায় ২-৩টি গান্ধি পোকা পেলে অনুমদিত কীটনাশক ব্যবহার করে এ পোকা দমন করা যায় ।