ছোলা লিগিউম জাতীয় একটি গুরুত্ব পূর্ন ফসল । ইহা উচু ও মাঝারি উচু জমিতে চাষ করা হয় ।বেলে দোআশ থেকে এটেল দোআশ মাটিতে ভাল জন্মে । ছোলার জমি ৩-৪ টি চাষ ও মই দিয়ে তৈরি করতে হয় । এই দেশে দেশী ও আধুনিক উভয় জাতেই চাষ করা হয় । রোগ মুক্ত ও বড় আকারের সুন্দর বীজ বাছাই করে বপন করতে হয় । বীজ বাহিত রোগ এড়াতে বীজ শোষন করতে হয় । মধ্য অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত প্রতি হেক্টরে ৫০-৬০ কেজি ছিটিয়ে ও ৪৫-৫৫ কেজি সারিতে বীজ বোনা হয় । তারপর মাড়াই করে বীজ পৃথক করা হয় ।বীজ শুকিয়ে ৮-৯% আদ্রতায় গুদাম জাত করা হয় ।