• জাতটি স্থানীয় জলবায়ু সাথে অভিযোজিতা হতে হবে ।
  • জমির উচ্চতা, মাটির পানি ধারণ ক্ষমতা ও উর্বরতার সাথে অভিযোজিতা থাকতে হবে ।
  • বপনের জন্য দীঘ সময় হিসাবে থাকতে হবে ।
  • রোগ - পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে ।
  • বাজার চাহিদা আছে ।
  • অন্য জাতের তুলনায় বাজারে মূল্য বেশি পাওয়া যায় ।
  • সার ও সেচ চাহিদা সামথের মধ্যে থাকতে হবে ।