সুস্থ পশু চেনা বেশ কিছু লক্ষন আছে তা নিচে তুলে ধরলাম :
  1. পশু স্বাভাবিক খাওয়া দাওয়া করবে এবং স্বাভাবিক জাবর কাটবে ।পানির পিপাসা স্বাভাবিক থাকবে ।
  2. পশুর প্রসাব পায়খানা নিয়মিত হবে এবং স্বাভাবিক রঙ এর হবে ।
  3. চোখ উজ্জল ও ঘোলা থাকবে ।
  4. পশুর শরীরে লোম উজ্জল , মশৃণ ও চকচকে থাকবে ।
  5. পশুর কান খাড়া থাকবে এবং মাছি তাড়াণোর জন্য দ্রুত নাড়াবে ।
  6. চার পায়ের উপর শিথিল ভাবে দাড়াঁবে ।
  7. পশুর শ্বাস-প্রশ্বাস ও নাড়ির গতি স্বাভাবিক থাকবে ।
  8. দুগ্ধবতী গাভি স্বাভাবিক ভাবেই দুধ দেবে ।