কৃষি ডিপ্লোমা |
যেভাবে আবেদন করবেন : কৃষি ডিপ্লোমাতে ভর্তির জন্য নূন্যতম ৩.৫০ পেতে হবে মাধ্যমিক পরিক্ষায় । তারপর আপনি আবেদন করতে পারবেন এর আগে নয় । এই পয়েন্টের কম পেলে আপনি কৃতকার্য হতে পারবেন না ।
আবেদনের নিয়ম : আপনাকে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট হতে প্রথমে একটি ফর্ম কিনতে হবে এবং তা পুরণ করে যথা সময়ে ডিপ্লোমা ইনস্টিটিউটে জমা দিতে হবে ।তারপর আপনার আবেদন ফর্মটি যাচাই এর পর এটি মন্জুর করা হবে ।
ভর্তি পরীক্ষা : আপনার আবেদনটি মন্জুর হলে আপনাকে একটি ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে । যা অতীতে ছিলো না , বর্তমানে মানে ২০১১ সাল থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে । আপনি যদি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন , তবেই আপনি ভর্তি হবে পারবেন ।
ভর্তি : ভর্তি পরীক্ষায় পাস করার পর , ২-৩ দিন সময় দিবে ভর্তি হওয়ার জন্য । এর মধ্যেই আপনাকে ভর্তি হতে হবে না হলে আপনি বাতিল হতে পারেন ।
জেনে রাখা ভাল :
- আপনি যদি সঠিক সময়ে ভর্তি না হতে পারেন আপনার সিট বাতিল হতে পারে ।
- ভর্তির পর ৭ দিন ক্লাস না করলে আপনি বাতিল হবেন ।
- ১ম সেমিস্টার এ ৩টির বেশি বিষয়ে ফেল করলে আপনার সিট বাতিল ।