আগাছার সংঞ্জা : যে সমস্ত গাছ ফসলী জমিতে জন্মে ফসলের সাথে খাদ্য ,পানি , আলো ইত্যাদিতে প্রতিযোগিতা করে ফসলের ক্ষতি করে ।
আগাছার বৈশিষ্ট্য : আগাছা অনুর্বর মাটিতে জন্মাতে পারে, বেশ দ্রুত ও অধিক হারে বংশ বৃদ্ধি করতে পারে । বীজের দীর্ঘ কালীন সুপ্ততা থাকে এবং নানা উপায়ে বিস্তার লাভ করতে সক্ষম ।