চাপড়া
এই আগাছাটির নামকরণ থেকেই বুঝা যায় তা চ্যাপ্টা ধরণের। মূল গাছটির চতুর্দিকে অনেকগুলো কুশির সৃষ্টি হয়ে সেগুলো অনেকটা শায়িত অবস্থায় বৃদ্ধি পায় বলে তা চ্যাপ্টা দেখায়। মূল কান্ডের গোড়া হতে গুচ্ছমূল বের হয়ে মাটির অভ্যন্তরে প্রবেশ করে তা মাটির স্তরকে এমন ভাবে আকঁড়ে ধরে যে তা সহজে টেনে উপড়ানো যায় না।
এটর ইংরেজি নাম goose grass  এবং উদ্ভিদতাত্ত্বিক নাম Elusine indica গাছের পাতা রৈখিক, সরু ও অগ্রভাগ সূচালো। প্রতি গোছায় ২ থেকে ৭টি করে পুষ্পমন্জুরী জন্মে যার প্রতিটি ‍অগ্রভাগ হাতের আঙ্গুলের ন্যায় দেখায়। বীজ ও গাছের গোড়ার সাহায্য বংশ বৃদ্ধি ঘটে ।
চাপড়া খরিফ এবং রবি উভয় মৌসুমেই জন্মায়। খরিফ মৌসুমে আউশ ধান, পাট, আখ, এবং রবি মৌসুমে শীতকালীন সবজি ফসলের জমিতে অধিক পরিমাণে জন্মে।