চাপড়া |
এটর ইংরেজি নাম goose grass এবং উদ্ভিদতাত্ত্বিক নাম Elusine indica গাছের পাতা রৈখিক, সরু ও অগ্রভাগ সূচালো। প্রতি গোছায় ২ থেকে ৭টি করে পুষ্পমন্জুরী জন্মে যার প্রতিটি অগ্রভাগ হাতের আঙ্গুলের ন্যায় দেখায়। বীজ ও গাছের গোড়ার সাহায্য বংশ বৃদ্ধি ঘটে ।
চাপড়া খরিফ এবং রবি উভয় মৌসুমেই জন্মায়। খরিফ মৌসুমে আউশ ধান, পাট, আখ, এবং রবি মৌসুমে শীতকালীন সবজি ফসলের জমিতে অধিক পরিমাণে জন্মে।