অর্জুন গাছে ফল |
ইউনানী নাম : লেসানুল ইনসাম
আয়ুর্বেদিক নাম : অর্জুন
ইংরেজি নাম : Arijuna
বৈজ্ঞানিক নাম : Terminalia arjuna (Roxd.) W. & A.
পরিবার : Combretaceae
গাছ পরিচিতি : অর্জুন গাছ সাধারণত ২০-২৫ মিটার পর্যন্ত উচু হয়ে থাকে । পাতা সরল, আয়তাকার লম্বা, দেখতে অনেকটা পেয়ারা পাতার মত । শীতকালে পাতা ঝরে যায় এবং বসন্তের আগমানে নতুন পাতা গজায়। ফুল হলুদ বর্ণের, ছোট মন্জুরিতে সজ্জিত। ফল দেখতে ছোট কামরাঙ্গার মত।
প্রাপ্তিস্থান : বাংলাদেশের বিভিন্ন স্থানে লাগানো অবস্থায় দেখা যায়। চট্রগ্রাম ও সিলেটের বনভুমিতে প্রাকৃতিক ভাবে জন্মে।
ব্যবহার্য অংশ : ছাল,তবে পাতা ও ফলও ব্যবহার করা হয় ।