গলমাছি ইংরেজি নাম Gall Midfe । বতমানে আমন মৌসুমে এই পোকার আক্রমন বেশি হয় । পুরুষ পোকার রং হলদে বাদামি । স্ত্রী পোকার দেহ ‌ঈষৎ লাল , পেট উজ্জল লাল। ওরা আকারে মশার মতো হতে পারে।
দমন :
  1. ধান ক্ষেতে ঘাস জাতীয় আগাছা ও বন্য গাছ নষ্ট করতে হবে ।
  2. ধান কাটার পরেই জমি চাষ দিতে হবে ।
  3. সহনশীল জাতের চাষ করতে হবে।
  4. ধানের মাজরা পোকা দমনের জন্য অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করে দমন করতে হবে ।