কলার কান্ডের উইভিল |
ক্ষতির প্রকৃতি ও লক্ষণ : গ্রাব এবং পূর্ণবয়স্ক পোকা কলা গাছের খোলে ছিদ্র করে খায় । আক্রান্ত গাছের কান্ড ছিদ্রে পরিপূর্ণ হয় । ফলে ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রামণে পচন ধরে যায় । ফলে গাছ সহজেই ভেঙ্গে যায় । গাছে ফলন কম হয় এবং ফলের গুণোগত মান কমে যায় ।
প্রতিকার :
- স্বাস্থ্যবান চারা রোপন করতে হবে ।
- বাগান পরিস্কার রাখতে হবে ।
- পানি চারা কেটে ফেলতে হবে ।