- মাছকে সবসময় একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে খাদ্য দিতে হবে। নির্দিষ্ট স্থানে নিয়মিত ও নির্দিষ্ট সময়ে খাদ্য দিলে মাছ অল্প দিনেই শিখে যায় কোথায় গেলে খাদ্য পাওয়া যায় ।
- বেশি পরিমাণ খাবার এক সঙ্গে দিলে মাছ তা গ্রহণ করে না। অতিরিক্ত খাদ্য পচে যায়। ফলে পানিতে অক্সিজেনের অভাব ঘটে।
- একমাসে পর পর নমুনায়ন করে মাছের ওজন বের করে খাদ্যর পরিমাণ ঠিক করতে হবে।
- মাছ ধরার বা গ্রজননের জন্য নির্দিষ্ট সময়ের পূর্বে ১ দিন খাদ্য প্রদান বন্ধ রাখতে হবে।