ইংরেজি নাম : ( Macrobrachium lamarrei ) । দেশের অভ্যন্তরীন বাজারে এই চিংড়ির প্রচুর চাহিদা রয়েছে। ঈষৎ লবণাক্ত পানিতে এদের পাওয়া যায়। এই প্রজাতির চিংড়ি সর্বাধিক ১৩০ মি. মি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের রোস্ট্রাম সোজা ও লম্বা। রোস্ট্রামের উপরিভাগে ৯-১২ এবং নিচের দিকে ২-৩ টি খাজ কাটাঁ থাকে। বাংলাদেশে,ভারত,শ্রীলংকা,আফ্রিকা প্রভৃতি দেশে এদের পাওয়া যায় ।