এ প্রজাতির লেদা পোকা সচরাচর আমাদের দেশে দেখা যায় । এর মধ্যে স্পেডপটেরা , মেউরিয়া  প্রজাতি বেশ ক্ষতিকর । পূর্ণবয়স্ক পোকা মাঝারি আকৃতির । এদের পাখা ধূসর বাদামি রং এর । পাখায় কালো দাগসহ অনিয়মিত ঢেউ খেলানো রেখা বিদ্যমান ।
জীবনচক্র : স্ত্রী পোকা গাছের উপর গাদা করে ২০০-৩০০ টি ডিম পারে ।ডিম গুলো দূসর আকৃতির আবৃত থাকে । ৫-৯ দিনের মধ্যে ডিম হতে কীড়া হয় । পূর্ণবয়স্ক পেকা ৭-১০ দিন পর্যন্ত বাচেঁ । ৩৬-৫৮ দিনের মধ্যে তাদের জীবনচক্র শেষ হয় ।
ক্ষতির প্রকৃতি ও লক্ষণ :  শুককীট অবস্থা ওরা ধনের পাতার দুইপাশ খেয়ে মধ্যশিরা অবশিষ্ট রাখে ।অধিক আক্রমণে মধ্য
শিরা খেয়েকান্ডেও আক্রমন করে ।এই পোকার আক্রমনে ধান ক্ষেত গরু খাওয়ার মতো দেখা যায় । এরা চারা গাছের গোড়াও কাটে । এই পোকা গুলো নিশাচর ।
প্রতিকার : ধান কাটার পর ধানের নাড়া পুড়িয়ে দিলে  এই পোকার সংখ্যা কমে আসে । ক্ষেতের মধ্যে পাখি বসর জন্য ডাল পালা রাখলে এই পোকা  কমে আসে ।