শোলাকিয়া মাঠে এবার হচ্ছে ১৮৫তম ঈদের জামাত। সকাল ১০টায় এ জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
কয়েকদিন আগে থেকেই মাঠ পরিষ্কার, ধোয়া-মোছা ও রংয়ের প্রলেপ দেওয়াসহ আনুষঙ্গিক কাজ চলছিলো। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পৌরসভাসহ সরকারি বিভিন্ন বিভাগের তদারকিতে এ কাজ এখন প্রায় শেষ।
ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম।
ঈদ জামাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। শোলাকিয়ায় লাখো মানুষের সঙ্গে ঈদের নামাজ পড়তে দূরদূরান্ত থেকেও আসেন ধর্মপ্রাণ মুসলমানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম