শাহিওয়াল গরু
  1. দুধাল জাত ( Milk Breed )
  • শাহিওয়াল ( Sahiwal )
  • সমনাম : লোলা ( lola ) , মূলতানি ( Multani )
উৎপত্তি স্থল : প্রধানত পাকিস্থান মন্টগোমারি জেলায় এই জাতের গরুর অবাসভুমি বলে । জায়গার নামানুসারে এ জাতকে মন্টগোমারিও বলা হয় ।বর্তমানে ভারত ও বাংলাদেশে এই জাতের গরু পালিত হচ্ছে ।
বৈশিষ্ট্য : এই গরুর দেহ বেশ ভারী , মৃদু গতিসম্পন্ন , ঝুলন্ত ত্বক , তাই ওদের লোলা নাম দেওয়া হয়েছে । এদের  পা ছোট ছোট ও পুরু শিং । মাথা চড়া ও উচু গোল ঘাড়ের চুড়া অত্যাধিক বড় । ষা‍ড়ের ওজন ৫২২ কেজি এবং  গাভী প্রায় ৩৪০ কেজি । গ্রামীন অবস্থায়  ৩০০ দিন পালন কালে গাভী ২১৫০ লিটার দুধ দেয় ফার্মে পালনে ৪-৫ হাজার লিটার দুধ দেয় ।