সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আজকে আপনাদের সাথে একটি জটিল জিনিষ শেয়ার করবো, জানি না তা আগে কেও পেয়েছেন কিনা আর আগে কেও টিউন করেছে কিনা ? তবুও আমি করছি কারণ যারা নতুন তাদের অবশ্যই কাজে লাগবে।

আমি যেই সফটওয়ারটা আজকে শেয়ার করবো তা দিয়ে আপনি আপনার কম্পিউটারের সকল ফোল্ডারের আইকন একসাথে এক ক্লিকে পরিবতর্ন করতে পারবেন। এমনেতেই ম্যানুয়ালি করতে প্রচুর সময় লাগে কিন্তু  এইভাবে আপনার এক ক্লিকেই সব কাজ শেষ। তবে সমস্যা হচ্ছে এইটা শুধু উইন্ডোজ এক্সপির জন্য এ কাজ করবে কিনা জানি না, চেষ্টা করে দেখতে পারেন।

প্রথমেই এইখানে থেকে ডাউনলোড করে নেন।



এর পরে ইনিস্ট করুন। ইনিস্টল হলে অপেন করুন অপেন হলে উপরের মত করে সফটওয়ারটি আসবে। এইবার টিক চিন্হটি তুলে দিন। আপনার ফোল্ডার আ‌ইকনটি ব্রাউজ করে দিন। এইবার ওকে কাজ শেষ। আর যদি সফটওয়ারের সাথে থাকা আইকন গুলো পছন্দ হয় তবে ঐইটার উপর ক্লিক করে ওকে দিন। কাজ শেষ।

  • আর আইকন কোথায় পাবেন? আপনি নিজে বানাতে পারেন বা ডাউনলোড করতে পারেন। ভাল কোয়ালিটির আইকন পাবেন। Icon Finder  এ।
  • ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।
আগে প্রকাশ টেকটিউন্স ও টেকস্পেট ব্লগে