(ক)শস্যকে অনিষ্টকারীস বালাই এর হার হতে রক্ষা করএত ফসলের অনিষ্টকারী প্রধান পোকামাকড়ের গতিবিধির উপর সব সময় নজর রাখতে হবে যাতে করে এ পোকামাকড়গুলো পসলের স্থায়ীভাবে বসবাস করতে না পারে ।
(খ)প্রেত্যহ সম্বব না হলে কমপক্ষে সপ্তাহে একবার ফসল ক্ষেত পর্য বেক্ষণ করতে হবে ।
(গ)ক্ষতিকারক পোকামাকড়ের সংখ্যা যাতে বৃদ্দি না পায় সেদিকে খেয়াল রেখে যখন যে দমনস ব্যবস্তাটি উপযোগী তা প্রয়োগ করতে হবে ।
# প্রতি বছর বিপুল পরিমাণ ফসল পোকামাকড়ের আক্রমনজনিত কারণে ধ্বংস হচ্ছে । ফসল রক্ষা করতে পৃথিবীর প্রায় সব দেশেই বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক দ্রব্য বালাইনাশক হিসেবে ব্যবহার হচ্ছে । এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে পোকা খেকোবন্ধু পোকা ও মাকঢ়ষঅসহ অন্যান্য প্রাণীর ব্যাপক ক্ষতি হচ্ছে ।