মাদের সবারেই আশা থাকে ভাল বিষয়ে পড়ার। কৃষি উপর ডিপ্লোমা মোটেও আসম্মান জনক কিছু না। বরং এর চাহিদা দিন দিন বাড়ছে। তাই কৃষিতে পড়া আগের চেয়ে এখন আরো উন্নত এবং মানসম্পন্ন। কিন্তু কৃষি ডিপ্লোমাতে ভর্তি হবার পরে কিছু কাজ করতে হয়, এতে আরো ভাল করা যায় পরীক্ষাতে।

কিছু টিপস নিচে তুলে ধরলাম :

  1.  ১ম সেমিস্টার এ ফাইনাল পরীক্ষা যে ভাবেই হোক ভাল দিতে হবে
  2. ক্লাসের যেই এসাইনমেন্ট গুলো দেয় সেগুলো ভাল ভাবে করে জমা দিতে হবে
  3. ক্লাসের সবার সাথে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে
  4. ক্লাসের নির্দিষ্ট স্যারের সাথে ভাল সম্পর্ক রাখতে হবে
  5. ১ম সেমিস্টার এ পড়ার চাপ বেশি থাকলে মানানোর চেষ্টা করতে হবে, কারণ এই একটি সেমিস্টার এই পড়ার বেশি চাপ থাকে।