যদি আপনার পালিত পাখি যেমন : মুরগী, কবুতর, কোয়েল বা অন্যন্যা গৃহপালিত কিছু যদি বিষ খায় বা তা দ্বারা আক্রান্ত হয় তবে আপনি কি করবেন?
এর প্রাথমিক ধারণা দেওয়া হলো :
  1. বিষ ক্রিয়ার প্রাথমিক কতর্ব্য হিসাবে যদি কি বিষ খেয়েছে তা না জানা যায় তবে দু-ভাগ কাষ্ঠ কয়লার গুড়ার সাথে একভাগ করে মেগনেসিয়াম, টেনিক এসিড পানির সাথে মিশিয়ে পান করাতে হবে।
  2. বিষের উৎস থেকে বিষ ক্রিয়ার প্রাথমিক কতর্ব্য হিসাবে সরিয়ে পরিস্কার খাবার ও পানির সরবারহ করতে হবে।
  3. যে বিষ পাকস্থলী হতে এখনো পুরোপুরি এখনো রক্তে মিশে যায়নি, তা অতিসত্তর বের করতে হবে। সেই জন্য তৈরাক্ত জ্বালা পোড়া কারী তৈলাক্ত যেমন তিষির থৈল, কেষ্ঠর অয়েল খাওয়াতে হবে।