আমাদের প্রতিদিনের বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষায় আস্তে আস্তে মিশে যাচ্ছে। কিন্তু আমরা যারা ইংরেজি কম পাড়ি তাদের জন্য এইটা  একটা সমস্যা হয়ে দাড়াঁচ্ছে, যেমন কথার মধ্যে একটা ইংরেজি বলা হল তাও যদি হয় ভুল তবে অনেক সময় ভাল লজ্জায় পড়তে হয় ‍আর ইংরেজি কথা বলার জন্য তো প্রেক্টিস এর বিকল্প নেই। তাই আজকে আমি আপনাদের সাথে ১০টা সাইট শেয়ার করলাম, যাতে আপনারা ইংরেজির বেসিক লেভেল থেকে শুরু করে স্পেলিং সহ সব মুটামুটি ভাল ভাবে বুঝতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে এবং লিংক গুলো কাজে লাগাবেন। আর অবশ্যই লিংক গুলো কপি করে রাখবেন।

ইংরেজি শেখার সাইড গুলো নিচে দিলাম

আগে প্রকাশ টেকটিউন্স ও টেকস্পেট এ