মাল্টি-ক্রপ পাওয়ার থ্রেশার এর কিছু বৈশিষ্য :
- ১২ হর্ম ( HP )পাওয়ার ইঞ্জিন বা মোটর দ্বারা চালিত।
- বিস্তৃত ফোয়ার ধরনের (ছড়ানো পদ্ধতিতে চলে)।
- ধান, গম এবং ডালের ক্ষেত্রে প্রযোজ্য।
- খড়গুলো ৫০-৭০ সেমি লম্বা হলে এবং ভিজা কম থাকলে কাজে রমান বেড়ে যায়।
- প্রচুর শ্রম এবং খরচ সাশ্রয়ী।
- মাড়াই-এর খরচ-ধানের ক্ষেত্রে প্রতি টন ৮০ টাকা বা ১.৩ মাকির্ণ ডলার; গমের ক্ষেত্রে প্রতি টন ৩০০ টাকা বা ৫ ডলার।
- কার্যক্ষমতা ধানের ক্ষেত্রে ৭৩০ কেজি/ঘন্টা এবং গমের ক্ষেত্রেে ৩৪০ কেজি/ঘন্টা; উৎপাদন ক্ষমতা ৯৮%।
- মূল্য ২০,০০০ টাকা।